মুম্বই : মুম্বই পৌঁছেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে CBI টিম । আজ তারা হাজির সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে । ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর ।
বুধবার অর্থাৎ 19 অগাস্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে CBI তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ পাওয়ার পরের দিনই তদন্তের জন্য মুম্বই রওনা দেন তদন্তকারী অফিসাররা ।
তিনটি দলে ভাগ হয়ে মামলার তদন্ত শুরু করেছে CBI । এই কেন্দ্রীয় সংস্থার SP নূপুর প্রসাদের নেতৃত্বে একটি টিম 21 অগাস্ট বান্দ্রা-র DCP অভিষেক ত্রিমুখের সঙ্গে বৈঠক করে । পরে সুশান্তের এক ব্যক্তিগত কর্মীকেও জিজ্ঞাসাবাদ করে তারা । বান্দ্রা পুলিশ স্টেশনেও পৌঁছায় CBI-এর একটি টিম । মুম্বই পুলিশের এতদিনের তদন্তের ব্যাপারে খোঁজ নেন তাঁরা ।