মুম্বই : আজ ফের DRDO-র অতিথিশালায় হাজিরা দিলেন রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ । এনিয়ে দ্বিতীয়বারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।
কয়েকদিন ধরে রিয়া ও তাঁর ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । গত 4 দিনে প্রায় 35 ঘণ্টা রিয়াকে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা । পাঁচদিন ধরে সৌভিকের থেকেও একাধিক প্রশ্নের উত্তর জানতে চান তাঁরা । তবে রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও মা সন্ধ্যাকে গতকালই প্রথমবার জিজ্ঞাসাবাদ করে CBI ।
গতকাল সকাল 11টা নাগাদ DRDO-র অতিথিশালায় যেখানে CBI আধিকারিকরা রয়েছেন সেখানে পৌঁছান রিয়ার বাবা ও মা । এরপর সন্ধে 7 টা 45 মিনিটে অতিথিশালা থেকে বের হন তাঁরা ।