দিল্লি : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছে AIIMS । তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সুশান্ত আত্মহত্যা করেছেন । তাঁকে খুন করা হয়নি । যদিও AIIMS-এর এই তত্ত্ব মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা । এমনকী, AIIMS-এর রিপোর্ট 'ত্রুটিপূর্ণ' বলে দাবি করেছেন তাঁদের পারিবারিক আইনজীবী বিকাশ সিং । সেই মর্মে CBI-কে গতকাল একটি চিঠিও দেন তিনি ।
CBI-কে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টা পর সাংবাদিক বৈঠক করেন বিকাশ সিং । সেখানে AIIMS-এর রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি । বলেন, "AIIMS-এর বিশেষজ্ঞদের যে দল সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষা করেছে তাদের কার্যপদ্ধতি খতিয়ে দেখা উচিত CBI-এর । এই সময় ওই চিকিৎসকরা কাদের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে । এমনকী, সংবাদমাধ্যমকে তারা যে বিবৃতি দিয়েছে তাও খতিয়ে দেখা উচিত । এটা আত্মহত্যা না খুন, সেই উত্তর চিকিৎসকরা দেয় না । এটা তদন্তের মাধ্যমে সামনে আসবে । সেটা পুলিশ বলবে । যে রিপোর্ট তারা CBI-এর হাতে তুলে দিয়েছে সেখানে আঘাত ও হাড় ভাঙার কোনও উল্লেখ নেই । অথচ তারা আগে এগুলি নিয়ে প্রশ্ন তুলেছিল । তারা বলেছিল ভিসেরা নাকি এতটাই শুকিয়ে গিয়েছিল যে তা নিয়ে পরীক্ষা করতে সমস্যা হচ্ছিল । কিন্তু, এইসব কথা রিপোর্টে উল্লেখ নেই । চিকিৎসকরা সংবাদমাধ্যমে এসে প্রকাশ্যে সেই রিপোর্টের কথা উল্লেখ করল । এটা নিয়মবহির্ভূত কাজ । তাদের কাজ আসলে মতামত দেওয়া । সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়া নয় । CBI-এর এই দিকগুলি খতিয়ে দেখা দরকার ।"