মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দুই দিদি এবং এক চিকিৎসক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন রিয়া চক্রবর্তী । সূত্রের খবর, এবার সেই FIR নিয়ে আইনি পরামর্শ চেয়েছে CBI ।
চলতি মাসের শুরুর দিকেই বান্দ্রা থানায় সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা ও নিতু এবং দিল্লির আরএমএল হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রিয়া । ভারতীয় দণ্ডবিধি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট ও টেলিমেডিসিন প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করা হয় ।
রিয়ার অভিযোগ, তরুণ কুমারের দেওয়া একটি প্রেসক্রিপশন সুশান্তকে পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা । সুশান্তকে না দেখে, তাঁর সঙ্গে কথা না বলে সমস্যার কথা না জেনে কীভাবে ওই চিকিৎসক ওষুধ লিখে দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিয়া । এরপরই সুশান্তের দুই দিদি ও ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি । তার ভিত্তিতে FIR দায়ের করা হয় ।