পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্ত মৃত্যু মামলার তদন্ত জারি রয়েছে, জানাল CBI - CBI refutes closure

CBI-এর মুখপাত্র আর কে গৌর বলেন, "সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলার তদন্ত এখনও চলছে । তবে কোনও কোনও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে এই মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করতে চলেছে CBI । এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও জল্পনা ছাড়া আর কিছুই নয় ।"

asd
asd

By

Published : Oct 16, 2020, 12:33 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত করছে CBI । শোনা যাচ্ছিল যে শীঘ্রই নাকি ক্লোজ়ার রিপোর্ট দিতে চলেছে এই তদন্তকারী সংস্থা । বেশ কয়েকটি জায়গায় এই সংক্রান্ত খবরও প্রকাশিত হয় । যদিও গতকাল তদন্তকারী সংস্থার তরফে বিষয়টি খারিজ করে দেওয়া হয় । তদন্ত জারি রয়েছে বলে জানানো হয় তাদের তরফে ।

এ প্রসঙ্গে CBI-এর মুখপাত্র আর কে গৌর বলেন, "সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলার তদন্ত এখনও জারি রয়েছে । তবে কোনও কোনও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে এই মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করতে চলেছে CBI । এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও জল্পনা ছাড়া আর কিছুই নয় ।"

19 অগাস্ট সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট । এরপরই AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তৈরি করা হয় । প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট, ভিসেরা ও ফরেনসিক পরীক্ষা করে তারা ।

ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার পর 3 অক্টোবর চূড়ান্ত রিপোর্ট পেশ করেন সুধীর গুপ্ত । বলেছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।"

এর কয়েকদিন পর শোনা যায় যে খুব শীঘ্রই নাকি এই মামলার তদন্ত বন্ধ করতে চলেছে CBI । কোনও এক সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে তারা । যদিও সেই দাবি পুরোপুরি খারিজ করে দিয়ে তদন্ত জারি রয়েছে বলে জানানো হয়েছে CBI-এর তরফে ।

ABOUT THE AUTHOR

...view details