মুম্বই : সুশান্ত মামলায় CBI তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হয়েছিল দেশ । অবশেষে তাঁরা সফল হয়েছেন । কেসের তদন্তভার তুলে নিয়েছে CBI । আর গতকাল অর্থাৎ 28 অগাস্ট তারা মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে 10 ঘণ্টা ধরে জেরা করল ।
শোনা যাচ্ছে যে, CBI-এর সুপারিন্টেন্ডেন্ট পদের কোনও অফিসার জেরা করেছেন রিয়াকে । সান্তাক্রুজ়ের DRDO গেস্ট হাউজ়ে দশ ঘণ্টা ধরে চলেছে জিজ্ঞাসাবাদ ।
তবে তাতেও রেহাই মিলবে না রিয়ার । আবারও তাঁকে তলব করবে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । সম্ভবত সেটা আজকেই ।