মুম্বই, 21 অগাস্ট : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে গতকালই মুম্বই পৌঁছেছে CBI-র বিশেষ তদন্তকারী দল । আজ সকালে তিনটি দলে ভাগ হয়ে মামলার তদন্ত শুরু করেছে তারা । CBI-র SP নূপুর প্রসাদের নেতৃত্বে একটি টিম আজ সকালে বান্দ্রা-র DCP অভিষেক ত্রিমুখের সঙ্গে বৈঠক করে । পরে সুশান্তের এক ব্যক্তিগত কর্মীকেও জিজ্ঞাসাবাদ করে ।
সূত্রের খবর, আজ শুরুতেই প্রায় 30 মিনিট অভিষেক ত্রিমুখের সঙ্গে কথা হয় CBI-র একটি টিমের । সেখান থেকে বেশ কিছু ফাইল এবং ল্যাপটপ নিয়ে বার হতে দেখা যায় তাঁদের । DCP-র অফিস থেকে পায়ে হেঁটে বান্দ্রা পুলিশ স্টেশন পৌঁছায় দলটি । সেখানে এই মামলার IO-র সঙ্গে কথা বলছেন তাঁরা ।
অন্যদিকে, সুশান্তের রাঁধুনিকেও আজ জিজ্ঞাসাবাদ করে CBI-র অন্য একটি দল । সুশান্তের মৃত্যুর অন্যতম প্রত্যক্ষদর্শী তিনি ৷ তাঁকে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী মনে করা হচ্ছে ৷
তিনটি দলের মধ্যে বাকি আর একটি দল সুশান্তের ওই ব্যক্তিগত কর্মচারীকে সান্তাক্রুজ়ে DRDO-র অফিসে জিজ্ঞাসাবাদ করে ।