মুম্বই : যতদিন যাচ্ছে আরও ঘনীভূত হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য । গতকাল তৃতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়াত অভিনেতার রাঁধুনি নীরজ সিংকে । অন্যদিকে দু'বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে । যদিও তাঁদের বয়ানে অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে ।
মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে গতকাল সকালেই প্রবেশ করতে দেখা যায় নীরজকে । ঠিক তার কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য সেখানে ডেকে পাঠানো হয় সিদ্ধার্থকেও । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেগুলিকে খতিয়ে দেখতেই গতকাল তাঁদের ফের জেরা করেন তদন্তকারীরা । এছাড়াও গতকাল জেরা করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে ।
এরপর দুপুর আড়াইটে নাগাদ অতিথিশালা থেকে বের করে নীরজ ও সিদ্ধার্থকে নিয়ে যাওয়া হয় বান্দ্রার ফ্ল্যাটে । 14 জুন সকালে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ । সঙ্গে ছিল ফরেনসিক দলও । সেখানে সুশান্তের মৃত্যুর দিনের ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে খবর । সূত্রের খবর, এর মধ্যেই রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে CBI । এছাড়া সুশান্ত, রিয়া সহ বাকিদের কল রেকর্ডও খতিয়ে দেখবেন তদন্তকারীরা ।