পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সেন্সরের কাঁচিতে বাদ পড়ল সংলাপ

কিয়ারা আদবানীর 'ইন্দু কি জওয়ানি' ছবির বেশ কয়েকটি সংলাপ বাদ পড়ল সেন্সর বোর্ডের কোপে । বদল হল কিছু শব্দেও, যেমন 'আতঙ্কবাদী' হয়ে গেল 'হারামজাদা' ।

Indoo ki Jawani Censor board
Indoo ki Jawani Censor board

By

Published : Nov 27, 2020, 10:33 PM IST

মুম্বই : আবির সেনগুপ্ত পরিচালিত ছবি 'ইন্দু কি জওয়ানি' । আসন্ন 11 ডিসেম্বর মুক্তি পাবে কিয়ারা আদবানী অভিনীত এই রোম্যান্টিক কমেডি । তবে ছবির কেন্দ্রবিন্দুতে এক সাম্প্রদায়িক টুইস্টও রয়েছে । যাতে সেই নিয়ে কোনও সমস্যা না হয়, তাই সেন্সর বোর্ড আগেভাগেই কিছু সংলাপ বাদ দেওয়ার নির্দেশ দিল ।

দিল্লিতে মহিলাদের উপর হওয়া অত্যাচার নিয়ে ছবিতে একটি সংলাপ ছিল । সেটিকে বাদ দেওয়া হয়েছে । চরমপন্থী সংলাপের বদলে ঢোকানো হয়েছে একটু নরম সংলাপ । "মহিলাদের উপর হওয়া অন্য়ায় নিয়ে তোমার কাছে কোনও উত্তর নেই । সহিষ্ণুতার নামে তোমরা প্রতারক", এমন সংলাপ জায়গা করে নিয়েছে ।

এছাড়াও পাকিস্তানি ছেলেকে 'আতঙ্কবাদী' বলে সম্বোধন করা হয়েছিল ছবিতে । সেটিকে বদলে 'হারামজাদা' শব্দটি ঢোকানো হয়েছে ।

সোশাল মিডিয়ায় রাহুল রাউত নামে এক ইউজ়ার ডিটেলসে জানিয়েছেন কী কী পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড । এক ঝলক দেখে নেওয়া যাক..

11 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'ইন্দু কি জওয়ানি' । হিরোর দাপটে হারিয়ে যাওয়া চরিত্রের বদলে এই প্রথম কিয়ারার উপর সিনেমার অনেকটা দায়িত্ব । সেই দায়িত্ব তিনি কতটা সামলাতে পারেন সেটাই দেখার । ট্রেলারটা দেখেছেন কি ?

ABOUT THE AUTHOR

...view details