মুম্বই : ইন্ডাস্ট্রিতে যে কাস্টিং কাউচ আছে সেটা স্বীকার করে নিলেন রাজীব । শুধু তাই নয়, তিনি সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন বলেও জানালেন । তবে কাস্টিং কাউচকে ধর্ষণের সঙ্গে তুলনা করায় আপত্তি আছে অভিনেতার ।
তিনি বলেন, "কাস্টিং কাউচ কিন্তু ধর্ষণ নয়, যেখানে তোমার উপর কেউ জোর করছে । কাস্টিং কাউচে তুমি একটা পরিস্থিতির শিকার, যেখানে সম্মতি জানালে তুমি কিছু লাভ করবে । এটা আমার মত ।"
রাজীবের মতে, "কাস্টিং কাউচের ক্ষেত্রে যে সুযোগ নেয়, সে তো একা অপরাধী নয় । যে সুযোগটা নিতে দিচ্ছে সে-ও সমান ভাবে দায়ি । তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তাই সে অ্যালাও করেছে । সে নিজেকে শোষিত হতে দিচ্ছে । ফলে সে-ও সমানভাবে রেসপন্সিবল ।"