মুম্বই : প্রিয়াঙ্কা চোপড়াকে হিন্দি ছবিতে দেখার জন্য মুখিয়ে থাকে ভারতীয় দর্শক । 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর পর 'দ্য় হোয়াইট টাইগার' ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গেছে তাঁকে । ছবিটি দেখে মুগ্ধ গ্রামি পুরস্কার বিজেতা বিখ্যাত ব়্যাপার কার্ডি বি ।
কার্ডি বি লিখেছেন, "হোয়াইট টাইগার- একটি দারুণ ছবি । আমার কান্না পাচ্ছিল, আমার খুব রাগও হচ্ছিল ছবিটা দেখে ।"
কার্ডির এই প্রতিক্রিয়া পেয়ে খুব খুশি প্রিয়াঙ্কা । তিনি লিখেছেন, "আমারও একই অনুভূতি হয়েছিল কার্ডি বি । তোমার যে ছবিটা ভালো লেগেছে, জেনে আমি আপ্লুত ।"
কার্ডি বি-র প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কার উত্তর 'দ্য় হোয়াইট টাইগার'-এ নবাগত অভিনেতা আদর্শ গৌরব মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন । প্রিয়াঙ্কা আর রাজকুমার রাও রয়েছেন ছবির দুই স্তম্ভের মতো । তবে সব লাইমলাইট যেন ছিনিয়ে নিয়েছেন আদর্শ ।
রামিন বাহরানি পরিচালিত এই ছবি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শক ও সমালোচকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন । বলিউড যেন এক নতুন তারকা পেল ।