পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"চুপ করানো যাবে না ", এবার প্রতিবাদপত্র 180 জন বিশিষ্টর - New Letter Slams Sedition Case Against Celebrities

সোমবার প্রকাশ্যে এসেছে এই চিঠিটি । চিঠিটিতে সই করেছেন নাসিরুদ্দিন শাহ, ইতিহাসবিদ রোমিলা থাপার, শিক্ষাবিদ ইরা ভাস্কর, লেখক সাসমসুল ইসলাম সহ অনেকে । তাঁরা সেখানে লিখেছেন, "আমাদের চুপ করানো যাবে না ।"

ছবি

By

Published : Oct 9, 2019, 2:46 PM IST

Updated : Oct 9, 2019, 4:08 PM IST

মুম্বই : গণপিটুনি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছিলেন ৪৯ জন বিশিষ্ট । তাঁদের মধ্যে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপরা । এরপরই তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করা হয় । এবার তাঁর প্রতিবাদে চিঠি লিখলেন 180 জন বিশিষ্ট ।

সোমবার প্রকাশ্যে এসেছে এই চিঠিটি । চিঠিটিতে সই করেছেন নাসিরুদ্দিন শাহ, ইতিহাসবিদ রোমিলা থাপার, শিক্ষাবিদ ইরা ভাস্কর, লেখক সাসমসুল ইসলাম সহ অনেকে । তাঁরা সেখানে লিখেছেন, "আমাদের চুপ করানো যাবে না ।"

চলতি বছরের জুলাইয়ে দেশজুড়ে বেড়ে চলা গণপিটুনি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন 49 জন বিশিষ্টজন ৷ সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিহারের মুজফ্ফরপুরে অক্টোবরের শুরুর দিকে দেশদ্রোহিতার অভিযোগে FIR দায়ের হয় তাঁদের বিরুদ্ধে ৷ তার মধ্যে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন , মণিরত্নম, শ্যাম বেনেগল, অনুরাগ কাশ্যপ, শুভা মুদগল ও রামচন্দ্র গুহ-র মতো বিশিষ্টজনরা ৷

আর তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 7 অক্টোবর চিঠিটি লিখেছেন নাসিরুদ্দিনরা । তাঁরা লিখেছেন, ‘‘শুধু গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করার অপরাধে ৪৯ জন সংস্কৃতিমনস্ক বিশিষ্টর বিরুদ্ধে FIR করা হয়েছে ।’’ তাঁদের প্রশ্ন, "এটা কি নাগরিকদের চুপ করাতে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে হেনস্থা করা নয়?"

চিঠিতে আরও লেখেন, "ভারতীয় সংস্কৃতিমনস্ক হিসেবে ও বিবেকবান নাগরিক হিসেবে আমরা এর তীব্র নিন্দা করি । আমাদের সতীর্থরা প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছিলেন, তার প্রতিটি শব্দ আমরা সমর্থন করি । তাই এখানে আরও এক বার শেয়ার করলাম এবং সংস্কৃতিমনস্ক, শিক্ষাবিদ-সহ সবাইকে ওই চিঠি শেয়ারের আরজি জানাচ্ছি। গণপিটুনির বিরুদ্ধে, জনগণের কণ্ঠরোধের বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে হেনস্থা করার বিরুদ্ধে এভাবে অনেকেই প্রতিদিন প্রতিবাদ করবে ।"

যদিও এ নিয়ে বিহার পুলিশের বক্তব্য, "FIR নিয়ে চিন্তার কোনও কারণ নেই । তদন্ত হবে নিয়ম মেনেই । তার জন্য আতঙ্কেরও কোনও কারণ নেই ।"

Last Updated : Oct 9, 2019, 4:08 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details