মুম্বই : গণপিটুনি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছিলেন ৪৯ জন বিশিষ্ট । তাঁদের মধ্যে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপরা । এরপরই তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করা হয় । এবার তাঁর প্রতিবাদে চিঠি লিখলেন 180 জন বিশিষ্ট ।
সোমবার প্রকাশ্যে এসেছে এই চিঠিটি । চিঠিটিতে সই করেছেন নাসিরুদ্দিন শাহ, ইতিহাসবিদ রোমিলা থাপার, শিক্ষাবিদ ইরা ভাস্কর, লেখক সাসমসুল ইসলাম সহ অনেকে । তাঁরা সেখানে লিখেছেন, "আমাদের চুপ করানো যাবে না ।"
চলতি বছরের জুলাইয়ে দেশজুড়ে বেড়ে চলা গণপিটুনি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন 49 জন বিশিষ্টজন ৷ সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিহারের মুজফ্ফরপুরে অক্টোবরের শুরুর দিকে দেশদ্রোহিতার অভিযোগে FIR দায়ের হয় তাঁদের বিরুদ্ধে ৷ তার মধ্যে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন , মণিরত্নম, শ্যাম বেনেগল, অনুরাগ কাশ্যপ, শুভা মুদগল ও রামচন্দ্র গুহ-র মতো বিশিষ্টজনরা ৷