মুম্বই : সোশাল মিডিয়ার যুগে ভুয়ো খবরের রমরমা বেড়েছে । কেউ খবরের সত্যতা বিচার না করেই সেই মেসেজ ফরওয়ার্ড করতে থাকেন । ঠিক তেমনই একটি খবর 'বুলবুল' খ্যাত অভিনেতা অবিনাশ তিওয়ারি নাকি প্রয়াত । তাই কি ? জানালেন অবিনাশ নিজেই ।
টুইটারে এক আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে অবিনাশ পোস্ট করেছেন, "এত তাড়াতাড়ি যাব না বন্ধুরা । কে এই লোকগুলো ? কোথা থেকে আসে এই লোকগুলো ? ভাই, নিজেদের স্ট্যান্ডার্ডটা একটু উন্নত করুন প্লিজ় ।"