পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত 'বুলবুল'-এর অভিনেতা অবিনাশ ? - বুলবুল-এর অভিনেতা

কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় গুঞ্জন অভিনেতা অবিনাশ তিওয়ারি নাকি মারা গেছেন । সে খবর একেবারেই মিথ্যে, নিজেই জানালেন অভিনেতা ।

BulBbul actor avinash tiwari death hoax
BulBbul actor avinash tiwari death hoax

By

Published : Jul 18, 2020, 7:48 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ার যুগে ভুয়ো খবরের রমরমা বেড়েছে । কেউ খবরের সত্যতা বিচার না করেই সেই মেসেজ ফরওয়ার্ড করতে থাকেন । ঠিক তেমনই একটি খবর 'বুলবুল' খ্যাত অভিনেতা অবিনাশ তিওয়ারি নাকি প্রয়াত । তাই কি ? জানালেন অবিনাশ নিজেই ।

'বুলবুল' তৃপ্তি

টুইটারে এক আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে অবিনাশ পোস্ট করেছেন, "এত তাড়াতাড়ি যাব না বন্ধুরা । কে এই লোকগুলো ? কোথা থেকে আসে এই লোকগুলো ? ভাই, নিজেদের স্ট্যান্ডার্ডটা একটু উন্নত করুন প্লিজ় ।"

যারা এমন খবর ছড়ান, তাদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন অবিনাশ । এমন মিথ্য খবর ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা, নিজের ভাষায় ।

সদ্য মুক্তিপ্রাপ্ত 'বুলবুল' নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই । ছবির মেকিং নিয়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও দর্শক কিন্তু সাদরে গ্রহণ করেছেন এই হরর ফিল্মকে ।

অনুষ্কা শর্মা প্রযোজিত এই ফিল্মের পরিচালক অনভিতা দত্ত গুপ্তন । আর সেখানে অন্যতম মুখ্য চরিত্রে অবিনাশ ।

ABOUT THE AUTHOR

...view details