পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সব ঠিক ছিল, তারপর একদিন..." - অভিষেক বচ্চনের খবর

সব ঠিক ছিল, তারপর একদিন....কী হল ? দেখাবেন অভিষেক বচ্চন ।

Abhishek bachchan Breathe Into The Shadows
Abhishek bachchan Breathe Into The Shadows

By

Published : Jun 23, 2020, 10:21 PM IST

মুম্বই : ওয়েব সিরিজ়ে অভিষেক বচ্চনের ডেবিউ । মুক্তি পেল 'ব্রেথ ইন্টু দ্য শ্যাডো'-র টিজ়ার ।

অভিনেতা-অভিনেত্রীদের জন্য এখন অন্যতম জনপ্রিয় মাধ্যম হল ডিজিটাল প্ল্যাটফর্ম । নেটফ্লিক্স, অ্যামাজ়ন বা হটস্টারের মতো OTT প্ল্যাটফর্মগুলোতে একের পর এক তাক লাগানো কাজ হচ্ছে । স্বয়ং অমিতাভ বচ্চন ওয়েবে ডেবিউ করে ফেলেছেন । পিছিয়ে নেই তাঁর ছেলে অভিষেক বচ্চনও ।

'ব্রেথ ইন্টু দ্য শ্য়াডো' নামে প্রথম কোনও ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন অভিষেক । আজই মুক্তি পেল এই সাসপেন্স থ্রিলারের টিজ়ার । অভিষেকের সঙ্গে সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নিত্যা মেনন ।

টিজ়ারে নিত্যা...

টিজ়ারটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, "সব ঠিক ছিল, তারপর একদিন...সব বদলে গেল । আপনি কি জানেন আমাদের সিয়া কোথায় আছে ? আভা ও অভিনাশ সাওয়ারওয়াল ।"

সিয়া এখানে আভা আর অভিনাশের মেয়ে, যে হঠাৎ একদিন উধাও হয়ে যায় । তাকে খুঁজতে খুঁজতেই এগোবে সিরিজ়ের গল্প । দেখে নিন টিজ়ার..

ABOUT THE AUTHOR

...view details