পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্ষুব্ধ করণ -

আয়ান মুখার্জি পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিটির প্রযোজক করণ জোহর । এই লকডাউনে ছবির ভবিষ্যৎ ভেবে রণবীর, আলিয়া আর আয়ান নাকি নিজেদের পারিশ্রমিককে কমিয়ে দিয়েছেন..এমন এক জল্পনা চলছিল কয়েকদিন থেকে । উত্তর দিলেন প্রযোজক ।

bramhastra latest news
bramhastra latest news

By

Published : May 4, 2020, 9:47 PM IST

মুম্বই : অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত 'ব্রহ্মাস্ত্র' ছবিটি নিয়ে দর্শকের কৌতুহল তুঙ্গে । তবে এখন কোরোনার থাবায় ছবির ভবিষ্যৎ অনিশ্চিত । এই অবস্থায় রণবীর, আলিয়া ও আয়ান নাকি নিজেদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন । সত্য়িটা কী ? জানালেন করণ ।

ঠিক জানিয়েছেন বললে ভুল হবে, কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন করণ । ভুয়ো খবর ছড়ানোর জন্য সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে তাঁর রাগ উগড়ে দিয়েছেন ।

করণ লিখেছেন, "আমার মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ, দয়া করে আমাদের ছবি নিয়ে কোনও কিছু আন্দাজ করে নেবেন না । ব্য়বসার জন্য এটা খুব কঠিন সময় এবং ভুয়ো খবর ছড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে ।"

তিনি আরও লিখেছেন, "দয়া করে কোনও অফিশিয়াল খবরের জন্য অপেক্ষা করুন । এটা আমার একান্ত অনুরোধ.."

ABOUT THE AUTHOR

...view details