পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পারিশ্রমিক নেবেন না 'ব্রহ্মাস্ত্র'-র কলাকুশলীরা ? স্পষ্ট করলেন করণ - amitabh bachchan

টুইট করে করণ জোহর লেখেন, "সংবাদমাধ্যমের বন্ধুদের কাছে আমার অনুরোধ, কোনও অনুমান করবেন না । ব্যবসার জন্য এই সময়টা খুবই কঠিন এবং যে কোনও ভুয়ো খবর পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে ।"

sdf
df

By

Published : May 5, 2020, 9:21 AM IST

মুম্বই : শোনা যাচ্ছিল, বাণিজ্যিক দিকের কথা ভেবে 'ব্রহ্মাস্ত্র'-র কলাকুশলীরা স্বেচ্ছায় পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । কিন্তু, গুজবে কান না দিয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে সকলকে অনুরোধ করলেন করণ জোহর ।

অয়ন মুখার্জি পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিটিতে রয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট এবং রণবীর কাপুর । রয়েছেন নাগার্জুন ও মৌনি রায়ও ।

কিন্তু, লকডাউনের জেরে এখন শুটিং বন্ধ । এই পরিস্থিতিতে ছবির বাণিজ্যিক দিকের কথা ভেবে ছবির কলাকুশলীরা পারিশ্রমিক নেবেন না বলে চাউর হয়ে যায় ।

এরপরই টুইটারে বিষয়টি স্পষ্ট করেন করণ জোহর । তিনি লেখেন, "সংবাদমাধ্যমের বন্ধুদের কাছে আমার অনুরোধ, কোনও অনুমান করবেন না । ব্যবসার জন্য এই সময়টা খুবই কঠিন এবং যে কোনও ভুয়ো খবর পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে ।"

যে কোনও বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতেও অনুরোধ করেন তিনি ।

'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান' পাঁচটি ভাষায় মুক্তি পাবে । হিন্দি, তালিম, তেলুগু, কন্নড় ও মালায়ালম । ফক্স স্টার স্টুডিয়োর সঙ্গে মিলে ধর্মা প্রোডাকশন এই ছবিটি তৈরি করছে ।

ABOUT THE AUTHOR

...view details