হরিদ্বার : ট্রেলার মুক্তির পর থেকেই বিচ্ছিন্ন ভাবে অনেক প্রতিবাদ উড়ে এসেছে 'আর্টিকল ১৫' ছবিটি নিয়ে। মুক্তির একদিন আগে সেই প্রতিবাদই বড় আকার ধারণ করল হরিদ্বারে। অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসঙ্ঘ ও একাধিক হিন্দু সংগঠন ছবিটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
কোনও মতেই 'আর্টিকল ১৫' ছবিটিকে মুক্তি পেতে দেবে না বলে বদ্ধপরিকর এই হিন্দু সংগঠনগুলো। অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসঙ্ঘের প্রেসিডেন্ট অধীর কৌশিক বলেন, ব্রাহ্মণ সন্তানদের এখানে খুব খারাপ ভাবে পোট্রে করা হয়েছে। আমরা এই বিষয়টার বিরোধীতা করছি। আর তাই উত্তরাখণ্ড ও ভারতের অন্য় কোনও শহরে এই ছবি তাঁরা মুক্তি পেতে দেবন না।