পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হরিদ্বারে 'আর্টিকল ১৫'-র মুক্তি নিয়ে তুমুল বিরোধ

'আর্টিকল ১৫' ছবিটি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ব্রাহ্মণ সমাজকে ভাঙার জন্য়ই এই ছবি তৈরি হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন করণি সেনা সহ একাধিক হিন্দু সংগঠন। ছবিটি ব্যান করার হুমকিও দিয়েছিলেন তারা। এবার সেই কথাই কাজে করে দেখালেন।

আর্টিকল ১৫

By

Published : Jun 27, 2019, 5:33 PM IST

হরিদ্বার : ট্রেলার মুক্তির পর থেকেই বিচ্ছিন্ন ভাবে অনেক প্রতিবাদ উড়ে এসেছে 'আর্টিকল ১৫' ছবিটি নিয়ে। মুক্তির একদিন আগে সেই প্রতিবাদই বড় আকার ধারণ করল হরিদ্বারে। অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসঙ্ঘ ও একাধিক হিন্দু সংগঠন ছবিটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

কোনও মতেই 'আর্টিকল ১৫' ছবিটিকে মুক্তি পেতে দেবে না বলে বদ্ধপরিকর এই হিন্দু সংগঠনগুলো। অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসঙ্ঘের প্রেসিডেন্ট অধীর কৌশিক বলেন, ব্রাহ্মণ সন্তানদের এখানে খুব খারাপ ভাবে পোট্রে করা হয়েছে। আমরা এই বিষয়টার বিরোধীতা করছি। আর তাই উত্তরাখণ্ড ও ভারতের অন্য় কোনও শহরে এই ছবি তাঁরা মুক্তি পেতে দেবন না।

যদিও কোর্টের তরফ থেকে ছবিটিকে ক্লিনচিট দেওয়া হয়েছে, তাও অধীরের সতর্কবাণী, ছবি থেকে 'ব্রাহ্মণ' ও 'মহান্ত' শব্দবন্ধনীগুলো বাদ না দিলে ছবির মুক্তি হবে না।

দেখে নিন বিরোধীতার সেই দৃশ্য...

দেখে নিন প্রটেস্টের ছবি

ABOUT THE AUTHOR

...view details