পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টুইটারে 'সড়ক 2' বয়কটের ডাক নেটিজ়েনদের - Boycott Sadak 2 trends on Twitter

'সড়ক 2'-এর মুখ্য চরিত্রে মহেশ কন্যা আলিয়া ও প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের ভাই আদিত্য রয় থাকায়, বিষয়টা মোটেই ভালোভাবে নেননি নেটিজ়েনদের একাংশ । তাঁদের মতে নেপোটিজ়মের শিকার হয়েছে এই ছবি । তাই অবিলম্বে ছবিকে বয়কট করা হোক ।

asd
asd

By

Published : Aug 12, 2020, 10:31 PM IST

মুম্বই : মহেশ ভাটের পরবর্তী ছবি 'সড়ক 2'। আজই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । কিন্তু, সেখানে দর্শকদের প্রতিক্রিয়া খুব একটা ভালো নয় ।

ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই টুইটারে ট্রেন্ড হতে শুরু করে 'বয়কট সড়ক 2'। ট্রেলারে লাইকের থেকে ডিসলাইকের সংখ্যা অনেক বেশি । ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুর । রহস্যে মোড়া এই ট্রেলারের বেশিরভাগ অংশই জুড়ে রয়েছেন তাঁরা ।

এদিকে ছবির মুখ্য চরিত্রে মহেশ কন্যা আলিয়া ও প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের ভাই আদিত্য রয় থাকায়, বিষয়টা মোটেই ভালোভাবে নেননি নেটিজ়েনরা । তাঁদের মতে নেপোটিজ়মের শিকার হয়েছে এই ছবি । তাই অবিলম্বে ছবিকে বয়কট করা হোক ।

একজন নেটিজ়েন লেখেন, "ইউটিউবে সবথেকে বেশি ডিসলাইকে ভরা ট্রেলারের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হন । #বয়কটসড়ক2"।

ফোটো সৌজন্য : টুইটার

ট্রেলার মুক্তির পরই অবশ্য পাওয়া গেল এই প্রমাণ । মুক্তির সঙ্গে সঙ্গে ট্রেলারের ভিউয়ার্স সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে গেলেও সেটি লাইক করেন মাত্র 1 লাখ আর ডিসলাইকের সংখ্যা ছাড়িয়ে যায় 30 লাখ । সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ডিসলাইকের সংখ্যাও ।

আরও একজন নেটিজ়েন লেখেন, "আসুন এটাকে 'সড়ক থু' বানিয়ে দিই । #সুশান্তওয়াজ়মার্ডারড #বয়কটসড়ক2"।

আবার একজন লেখেন, "সঞ্জয় দত্তর অসুস্থতার কথা ঘোষণার দিনই ট্রেলার মুক্তি পেল । ওঁর দ্রুত সুস্থতা কামনা করি । কিন্তু, এটা আসলে আবেগকে কাজে লাগানোর চেষ্টা । কারণ সবাই জানেন যে ছবিটি ফ্লপ হবে । #বয়কটসড়ক2"

ফোটো সৌজন্য : টুইটার

এছাড়াও এই ছবির পোস্টার ও ছবিকে কেন্দ্র করে একাধিক মিম ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় । একজন লেখেন, "নেটিজ়েনদের ভয় পাচ্ছেন বলিউড তারকারা । সেই কারণে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন ।"

যাই হোক এখন ছবি আদৌ সাফল্য পায় কি না সেটাই দেখার বিষয় । আর এই উত্তর মিলবে 28 অগাস্ট । ওই দিনই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details