মুম্বই : এক দিনে দু'টো ফিল্ম রিলিজ় করলে দু'টি ছবিরই ব্যবসা কিছুটা হলেও প্রভাবিত হয় । তাই বড় বড় তারকারাও এড়িয়ে চলেন বক্স অফিস ক্ল্যাশ । 'শিকারা' ও 'মলঙ্গ' মুক্তি পেয়েছে একই দিনে । কোন ছবি জিতে নিলো এই বক্স অফিস টাসল ?
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানালেন, "প্রথম দিনে মলঙ্গ বেশ ভালো ব্য়বসা করেছে । তবে আরও একটু বেশি উপার্জন করা উচিত ছিলো । শুক্রবার 6.71 কোটি টাকা ব্যবসা মলঙ্গ-এর ।"
অন্যদিকে 'শিকারা'-র বক্স অফিস কালেকশনও প্রকাশ্যে এনেছেন তরণ । জানিয়েছেন, "প্রথম দিনে চমকে দিলো শিকারা । মূলত মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে ছবিটি । দুপুরের পর বেড়েছে কালেকশন । শুক্রবার 1.20 কোটি টাকা উপার্জন করেছে শিকারা ।"
যদিও 'মলঙ্গ' বক্স অফিসে ভালো ফল করেছে, তবুও 'শিকারা' সমালোচকদের থেকে ভালো রিভিউ পাচ্ছে । অ্যানালিস্টদের মতে লোকের মুখে ভালো রিভিউ শুনে বাড়তে পারে ছবির কালেকশন ।
আদিত্য রায় কাপুরের ক্যারিয়ারে যতগুলো ছবি রয়েছে তার মধ্যে 'মলঙ্গ' প্রথম দিনে সর্বাধিক ব্যবসা দিয়েছে । কালেকশনের এই ট্রেন্ড চলতে থাকলে এই ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল ছবি হতে পারে । তবে আদিত্যের থেকে অনিল কাপুরের অভিনয় অনেক বেশি প্রশংসিত হচ্ছে দর্শকের দরবারে ।