মুম্বই : এক চুল উঠে যাওয়া মধ্যবয়স্ক ছেলের গল্প 'বালা'। সারা পৃথিবী জুড়ে এই সমস্যা বর্তমান আর এই সমস্যাকে লুকোনোর প্রবণতাও খুবই কমন। ছবিতে আয়ুষ্মান তেমনই এক ছেলে, যে যে কোনও উপায় তার টাককে ঢাকতে চায়। সেই চরিত্রের সঙ্গে নিজের তুলনা করলেন বনি কাপুর।
'বালা'-র স্ক্রিনিংয়ে এসে বনি কাপুর বললেন, "আমি খুবই এক্সাইটেড। আয়ুষ্মান এখন ফর্মে রয়েছে, ইয়ামি গৌতম আর ভূমি পেদনেকর খুব ভালো অভিনেত্রী। এই ফান ফিল্মের আনন্দ আমিও নিতে পারব আশা করছি।"