পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নরওয়েতে বলিউড ফেস্টিভালে সম্মান জানানো হবে বোমান ইরানিকে - honoured

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য বলিউড অভিনেতা বোমান ইরানিকে নরওয়ের 17 তম বলিউড ফেস্টিভালে সম্মান জানানো হবে । খবর পেয়ে আনন্দ প্রকাশ করলেন অভিনেতা । অনুষ্ঠানটি আগামীকাল অসলোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।

বোমান ইরানি

By

Published : Sep 5, 2019, 4:55 PM IST

মুম্বই : নরওয়েতে 17 তম বলিউড ফেস্টিভালে সম্মান জানানো হবে বলিউড অভিনেতা বোমান ইরানিকে । ভারতীয় সিনেমা জগতে তাঁর অসামান্য অবদানের জন্য এই সম্মান ।

খবর পেয়ে খুব খুশি বোমান ইরানি । তিনি বলেন, "নরওয়েতে 17 তম বলিউড ফেস্টিভালে সম্মানিত হওয়া আমার কাছে গর্বের বিষয় । আমার কাজকে ভালবাসার জন্য ও আমার সাফল্যে অবদানের জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ । আমি দর্শকদের সঙ্গে ইন্টার‌্যাকশনের জন্য অপেক্ষায় রয়েছি ।"

'মুন্নাভাই' ও '৩ ইডিয়টস'-এ অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন বোমান ইরানি । অসলোতে আগামীকাল এক হাজার দর্শকের সঙ্গে একটি ইন্টার‌্যাক্টিভ সেশনে অংশ নেবেন তিনি ।

কাজের কথা বলতে গেলে বোমানের অনেকগুলি ছবি পরপর আসতে চলেছে । তরুণ মনসুখানির 'ড্রাইভ', 'হাউসফুল ৪' ও কবির খানের '৮৩' ।

ABOUT THE AUTHOR

...view details