মুম্বই : নরওয়েতে 17 তম বলিউড ফেস্টিভালে সম্মান জানানো হবে বলিউড অভিনেতা বোমান ইরানিকে । ভারতীয় সিনেমা জগতে তাঁর অসামান্য অবদানের জন্য এই সম্মান ।
খবর পেয়ে খুব খুশি বোমান ইরানি । তিনি বলেন, "নরওয়েতে 17 তম বলিউড ফেস্টিভালে সম্মানিত হওয়া আমার কাছে গর্বের বিষয় । আমার কাজকে ভালবাসার জন্য ও আমার সাফল্যে অবদানের জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ । আমি দর্শকদের সঙ্গে ইন্টার্যাকশনের জন্য অপেক্ষায় রয়েছি ।"