মুম্বই, 17 মার্চ : লাইম লাইটে এখন যাঁরা রাজ করছেন তাঁদের মধ্যে অন্যতম জুটি হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷ 2021 সালে তাঁদের মনোনীত করা হয়েছে অস্কারের জন্য ৷
তাঁদের পুরস্কারের ঘোষণা করা হয় অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই ৷ তবে সেই খবরটি হজম হয়নি সাংবাদিক পিটার ফর্ডের ৷ তিনি তাঁর প্রতিক্রিয়াটি রাখেন সোশ্যাল মিডিয়ায় ৷ তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ছবিতে কী এমন অবদান রেখেছেন নিক ও প্রিয়াঙ্কা ! যার জন্য আজ তাঁরা মনোনীত অস্কারের জন্য ৷