সলমন খান : 'আই লাভ মুম্বই', এমনটাই লিখেছেন সলমন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তবে 'লাভ'-এর জায়গায় রয়েছে গণেশের ছবি।
অক্ষয় কুমার : জীবনের সমস্ত বাধা যেন লর্ড গণেশ মুছে দিতে পারেন, কামনা করলেন অক্ষয়।
অনিল কাপুর : সংস্কৃত ভাষায় গণেশ বন্দনা লিখে সকলকে শুভ কামনা জানিয়েছেন অনিল কাপুর।
সোনালি বেন্দ্রে : সোনালি বেন্দ্রে আপাতত অ্যামেরিকায়। গত বছর গণেশ পুজোর সময় তিনি এসেছিলেন দেশে। সেই মুহূর্তটা মিস করছেন তিনি। একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।
সোনম কাপুর : সমস্ত পরিবার ও বন্ধুদের সঙ্গে গণেশপুজো করার রীতি রয়েছে সোনমদের বাড়িতে। সেই পুজোর একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে সোনম শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।
মনোজ বাজপেয়ি : মনোজ বাজপেয়িও শুভেচ্ছা জানিয়েছেন একটি ছবির মাধ্যমে।
এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন...