পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গণেশ চতুর্থীতে সোশাল মিডিয়া ভাসল বলিউডের শুভেচ্ছায়... - গণেশ পুজো

সারা দেশজুড়ে উৎসবের মরশুম। গণেশ বাবাজি যেমন এসেছেন সবার কল্যানার্থে, তেমনই সারা দেশ মেতেছে তাঁর সেবাযত্নে। গণেশ চতুর্থীর এই শুভলগ্নে বলিউড শুভকামনা জানাল সোশাল মিডিয়ায়।

Bollywood wishes Ganesh Chaturthi

By

Published : Sep 2, 2019, 1:30 PM IST

সলমন খান : 'আই লাভ মুম্বই', এমনটাই লিখেছেন সলমন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তবে 'লাভ'-এর জায়গায় রয়েছে গণেশের ছবি।

অক্ষয় কুমার : জীবনের সমস্ত বাধা যেন লর্ড গণেশ মুছে দিতে পারেন, কামনা করলেন অক্ষয়।

অনিল কাপুর : সংস্কৃত ভাষায় গণেশ বন্দনা লিখে সকলকে শুভ কামনা জানিয়েছেন অনিল কাপুর।

সোনালি বেন্দ্রে : সোনালি বেন্দ্রে আপাতত অ্যামেরিকায়। গত বছর গণেশ পুজোর সময় তিনি এসেছিলেন দেশে। সেই মুহূর্তটা মিস করছেন তিনি। একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।

সোনম কাপুর : সমস্ত পরিবার ও বন্ধুদের সঙ্গে গণেশপুজো করার রীতি রয়েছে সোনমদের বাড়িতে। সেই পুজোর একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে সোনম শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

মনোজ বাজপেয়ি : মনোজ বাজপেয়িও শুভেচ্ছা জানিয়েছেন একটি ছবির মাধ্যমে।

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন...

ABOUT THE AUTHOR

...view details