পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ফেয়ার অ্যান্ড লাভলি' থেকে বাদ পড়বে 'ফেয়ার', সিদ্ধান্তকে স্বাগত বলিউডের - কঙ্গনা রানাওয়াতের খবর

সময়ের সঙ্গে সঙ্গে সৌন্দর্যের সংজ্ঞা বদলেছে । মনের সৌন্দর্যই আসল, ত্বকের রংটা ম্যাটার করে না...বুঝেছেন সবাই । ফলে স্বাভাবিক ভবেই 'ফেয়ার অ্যান্ড লাভলি' - এই নামটা নিয়ে তৈরি হয়েছে আপত্তি । ফেয়ারনেস ক্রিমকে ব্যান করার কথাও উঠেছে একাধিক বার । অবশেষে নাম বদলানোর সিদ্ধান্ত নিল 'হিন্দুস্তান ইউনিলিভার' । আর সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানালো বলিউড ।

Bollywood welcomes fair and lovely decision
Bollywood welcomes fair and lovely decision

By

Published : Jun 26, 2020, 6:18 PM IST

Updated : Jun 26, 2020, 10:25 PM IST

কঙ্গনা রানাওয়াত : একসময় ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার অফার রিফিউস করেছিলেন কঙ্গনা । আজ যেন তাঁরই জিত । টুইটারে অভিনেত্রীর টিম থেকে জানানো হয়েছে, "একটা লম্বা জার্নি ছিল, একাই লড়াই করেছি । তবে যখন সবাই একসঙ্গে লড়াই করে, তখনই সাফল্য আসে ।"

রিচা চড্ডা : "নট ফেয়ার বাট লাভলি", এই প্রিন্টের টি-শার্ট পরে ছবি শেয়ার করেছেন রিচা । ফরসা নয়, তবে ভালো মেয়ে । সঙ্গে একটা বড়বড় পোস্টও করেছেন তিনি ।

বিপাশা বসু : ছোটোবেলা থেকেই তাঁর গায়ের রং নিয়ে আত্মীয়দের চর্চার শেষ ছিল না । তিনি বিপাশা বসু । 'ফেয়ার অ্যান্ড লাভলি'-র নাম বদলাবে শুনে বেশ খুশি অভিনেত্রী । সোশাল মিডিয়ায় এক মর্মস্পর্শী পোস্ট ।

অভয় দেওল : শুধু নায়িকারাই নয়, নাম বদলের এই সিদ্ধান্তে খুশি অভয় দেওলও । এই সাংস্কৃতিক পরিবর্তন যে অনেক বিপ্লবের পর এসেছে সেটা স্বীকার করলেন অভয় । দেখে নিন পোস্ট...

Last Updated : Jun 26, 2020, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details