কঙ্গনা রানাওয়াত : একসময় ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার অফার রিফিউস করেছিলেন কঙ্গনা । আজ যেন তাঁরই জিত । টুইটারে অভিনেত্রীর টিম থেকে জানানো হয়েছে, "একটা লম্বা জার্নি ছিল, একাই লড়াই করেছি । তবে যখন সবাই একসঙ্গে লড়াই করে, তখনই সাফল্য আসে ।"
রিচা চড্ডা : "নট ফেয়ার বাট লাভলি", এই প্রিন্টের টি-শার্ট পরে ছবি শেয়ার করেছেন রিচা । ফরসা নয়, তবে ভালো মেয়ে । সঙ্গে একটা বড়বড় পোস্টও করেছেন তিনি ।