দিল্লি, 31 জানুয়ারি : রাজ্যের পর এবার সিনেমাহলের দর্শক আসনের ক্ষেত্রে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার । নয়া নির্দেশিকা অনুসারে, 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে হাজির থাকতে পারবেন 100 শতাংশ দর্শক । সরকারের এই সিদ্ধান্তে খুশি বি-টাউনের পরিচালকরা ।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মধুর ভান্ডারকর তাঁর ছবি 'ইন্ডিয়া লকডাউন'-এর শুটিং করছেন । তাঁর মতে সরকারের এই সিদ্ধান্ত ফিল্মের ব্যবসাকে উৎসাহিত করবে ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মধুর বললেন, "ভ্যাক্সিন আসার পর অনেক মানুষই সিনেমা হলে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে । লোকের মধ্য়ে আত্মবিশ্বাসও বাড়ছে । এমন সময় সরকারের এই সিদ্ধান্তটা খুব প্রয়োজনীয় ছিল ।"