পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিয়ার গ্রেপ্তারি নিয়ে কী বলছেন বলি তারকারা ? - Rhea Chakraborty arrest

রিয়ার গ্রেপ্তারির প্রসঙ্গে সোশাল মিডিয়ায় মন্তব্য করেছেন একাধিক বলি তারকা । এই পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির একাংশকে পাশে পেয়েছেন অভিনেত্রী । কয়েকজন আবার খুশি তাঁর গ্রেপ্তারিতে ।

sdf
sd

By

Published : Sep 8, 2020, 6:39 PM IST

মুম্বই : তিনদিন টানা জিজ্ঞাসাবাদের পর আজ মাদক যোগের অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে নেমে মাদক যোগের হদিশ পান তদন্তকারীরা । তারপরই রিয়ার ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে গ্রপ্তার করে NCB । এদিকে রিয়ার গ্রেপ্তারির প্রসঙ্গে সোশাল মিডিয়ায় মন্তব্য করেছেন একাধিক বলি তারকা ।

শেখর সুমন : বড় জয় । আশাকরি এখান থেকে এবার রাস্তা পরিষ্কার দেখা যাবে । আপনাদের সবার কণ্ঠস্বর আর পরিশ্রমের ফল ।

সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অঙ্কিতা লোখান্ডেও । একটি পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "বিচার"।

টিভি তারকা কামিয়া শালাভ ঢ্যাং টুইটারে লেখেন, "জয় হো"।

সূচিত্রা কৃষ্ণমূর্তি : NCB রিয়াকে গ্রেপ্তার করেছে । এতে আর কোনও কথার প্রয়োজন আছে ?

কুব্রা সইত : এই কঠিন পরিস্থিতিতে রিয়ার বাবা-মায়ের শক্তির প্রয়োজন । NCB গ্রেপ্তার করেছে । কোনও খুনি নন ।

ABOUT THE AUTHOR

...view details