মুম্বই : এবার হিন্দিতে রিমেক করা হচ্ছে মালয়ালম ক্রাইম থ্রিলার 'আনজাম পাথিরা'। চলতি বছরের শুরুর দিকেই মুক্তি পেয়েছে ছবিটি । আর এবার এর হিন্দি রিমেক করা হবে বলে জানা গিয়েছে ।
যৌথভাবে ছবিটির হিন্দি রিমেক করবে রিয়ায়েন্স এন্টারটেনমেন্ট, আশিক ওসমান প্রোডাকশনস ও এপি ইন্টারন্যাশনাল । 'আনজাম পাথিরা' ছবিটি পরিচালনায় করেন মিধুন মানুয়েল থোমাস ।