মুম্বই , 4 এপ্রিল : এবার করোনার কোপে বলিউডের সবচেয়ে স্বাস্থ্য সচেতন অভিনেতা অক্ষয় কুমার ৷ বলিউডের 'খিলাড়ি' টুইট করে জানিয়েছেন তিনি করোনা পজিটিভ ৷ আর সেই কারণেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি ৷
অভিনেতা টুইটে বলেন, ‘'আমি সকলকে জানাতে চাই যে, সকালে আমার করোনা পরীক্ষা করা হয় ৷ আমার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সমস্ত নিয়ম মেনে আমি আইসোলেটেড করে নিয়েছি নিজেকে ৷ আমি এখন ঘরেই চিকিৎসাধীন রয়েছি ৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের আমি করোনা পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি ৷...'’