তাপসী পান্নু : সুশান্তের জন্য বিচার চাওয়ার নামে যারা নিজেদের ব্যক্তিগত ও পেশাগত স্বার্থ চরিতার্থ করলেন, তাদের প্রয়োজন মিটল । আশা করব ও যেন জীবনবিমুখ না হয় । অনেকটা জীবন পড়ে রয়েছে ওঁর জন্য ।
ফারহান আখতার : যে সমস্ত সঞ্চালকদের জন্য রিয়া চক্রবর্তীকে নরক দর্শন করতে হল, তারা কি ক্ষমা চেয়েছেন ? মনে হয় না ।
অনুভব সিনহা : ফাইনালি রিয়া চক্রবর্তী জামিন পেল ।