পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাড়ি ফিরলেন রিয়া, সোশাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তায় - বলিউডের খবর

জামিন পেয়ে বাড়ি ফিরেছেন রিয়া চক্রবর্তী । প্রায় এক মাস ধরে বাইকুল্লা জেলে থাকার পর অবশেষে মুক্তি । এই খবরে খুশি বলিউডের একাংশ । তাপসী পান্নু, অনুভব সিনহা, ফারহান আখতারের মতো একাধিক ব্যক্তিত্ব রয়েছেন সেই তালিকায় । এক ঝলকে দেখে নেওয়া যাক...

Bollywood celebrated Rhea's bail
Bollywood celebrated Rhea's bail

By

Published : Oct 7, 2020, 7:31 PM IST

তাপসী পান্নু : সুশান্তের জন্য বিচার চাওয়ার নামে যারা নিজেদের ব্যক্তিগত ও পেশাগত স্বার্থ চরিতার্থ করলেন, তাদের প্রয়োজন মিটল । আশা করব ও যেন জীবনবিমুখ না হয় । অনেকটা জীবন পড়ে রয়েছে ওঁর জন্য ।

ফারহান আখতার : যে সমস্ত সঞ্চালকদের জন্য রিয়া চক্রবর্তীকে নরক দর্শন করতে হল, তারা কি ক্ষমা চেয়েছেন ? মনে হয় না ।

অনুভব সিনহা : ফাইনালি রিয়া চক্রবর্তী জামিন পেল ।

হুমা কুরেশি : আমাদের সবার রিয়া চক্রবর্তীর কাছে ক্ষমা চাওয়া উচিত । আর যারা এই হত্যা ষড়যন্ত্রের কথা বলা শুরু করেছিলেন, তাদের উপর একটা এনকোয়ারি বসানো উচিত ।

হনসল মেহতা : যাও, একটু বিশ্রাম কর ।

আলি ফজল : ঈশ্বরকে ধন্যবাদ ।

সোনি রাজদান : মুম্বই হাইকোর্টকে ধন্যবাদ ।

ABOUT THE AUTHOR

...view details