মুম্বই : আজ সকালে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তদন্তে যোগ দিতে নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) দপ্তরে পৌঁছান রিয়া চক্রবর্তী । এই ঘটনায় রিয়ার ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । এদিকে বেলা 12টা নাগাদ রিয়াকে NCB দপ্তরের সামনে গাড়ি থেকে নামতে দেখেই তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । এরপর কোনওরকমে ভিড় ঠেলে তাঁকে ভিতরে নিয়ে যায় পুলিশ । অভিনেত্রীর সঙ্গে সংবাদমাধ্যমের এই ব্যবহার মেনে নিতে পারেননি বলিউডের একাধিক তারকা । সোশাল মিডিয়ায় এর বিরুদ্ধে সরব হন তাঁরা ।
শিবানী দান্ডেকর লেখেন, "মিডিয়া শকুনরা । সংবাদমাধ্যমে বর্বরচিত আচরণ করছে । এমন কোনও কর্তৃপক্ষই কি নেই, যারা এটাকে বন্ধ করতে পারবে ।"
অসন্তোষ প্রকাশ করেছেন গৌহর খানও । তিনি লেখেন, "দোষীসাব্যস্ত হওয়ার পরও কোনও অপরাধীর সঙ্গে এত খারাপ আচরণ করতে দেখিনি ! বিচার হোক !!! সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যে আচরণ করছে, তার জন্য আমি খুবই অসন্তুষ্ট !"
কোরোনা পরিস্থিতির মধ্যে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য সংস্থা । কিন্তু, রিয়াকে যখন NCB দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । এ প্রসঙ্গে পরিচালক হনশল মেহতা শুধু দুটি শব্দ লেখেন, "সামাজিক দূরত্ব"।