পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

JNU-এর ঘটনা "ভয়ঙ্কর", টুইটারে সরব বলিউড - JNU violence

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে সরব বলিউডের একাংশ । টুইট করে এই ঘটনার নিন্দা করেন তাঁরা ।

sdf
df

By

Published : Jan 6, 2020, 10:52 AM IST

মুম্বই : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনায় সরব হলেন বলিউডের একাধিক তারকা । গতকাল রাতে মুখে কাপড় বেঁধে একদল দুষ্কৃতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়াদের একাংশের উপর রড, পাথর নিয়ে হামলা চালায় । হামলায় প্রায় 20 জন পড়ুয়া ও অধ্যাপক গুরুতর জখম হন । তাঁদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । সোশাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করেছেন বহু তারকা ।

টুইট করে রীতেশ দেশমুখ লেখেন, "তোমাদের মুখ বাঁধার কী প্রয়োজন ছিল ? কারণ জানতে যে তোমরা এমন কাজ করছ যা ভুল, অবৈধ ও দণ্ডনীয় । দুষ্কৃতীদের বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের মারধরের ঘটনা খুবই ভয়ঙ্কর । এই ধরনের হিংসা কখনওই মেনে নেওয়া যায় না ।"

টুইট করেন জেনিলিয়া ডিসুজ়াও । লেখেন, "বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষক ও পড়ুয়াদের মারধরের ঘটনা খুবই খারাপ । পুলিশের কাছে আবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের চিহ্নিত করে বিচারের জন্য নিয়ে আসা হোক ।"

ঘটনাটি প্রকাশ্যে আসার পর একাধিক টুইট করেন স্বরা ভাস্কর । একটি টুইটে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের ভিডিয়ো শেয়ার করেন তিনি । লেখেন, "ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের উপর হামলা চালিয়েছে ABVP-র গুন্ডারা । এই হামলা চলছে । দিল্লি পুলিশ বসন্ত কুঞ্জ থানা ওই এলাকা থেকে মাত্রা 1 কিলোমিটার দূরে । কেন আপনারা এটা হতে দিলেন ?"

স্বরা ভাস্করের ভিডিয়োতে কমেন্ট করে শাবানা আজ়মি লেখেন, "এই ঘটনায় শুধু দুঃখ প্রকাশ করলেই হবে না । এখনই অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে হবে ।"

টুইটারে দিল্লি পুলিশের দিকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন দিয়া মির্জা । লেখেন, "কতদিন পর্যন্ত এগুলোকে চলতে দেওয়া হবে ? কতদিন ধরে তোমরা অন্ধ হয়ে থাকবে ? রাজনীতি ও ধর্মের নামে কতদিন ধরে এই অত্যাচার চলবে ? যথেষ্ট হয়েছে আর নয় । @দিল্লি পুলিশ"

হামলার একটি ভিডিয়ো শেয়ার করে টুইট করেন তাপসী পান্নুও । এই ঘটনার দুঃখপ্রকাশ করেছেন তিনিও ।

ABOUT THE AUTHOR

...view details