মুম্বই : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনায় সরব হলেন বলিউডের একাধিক তারকা । গতকাল রাতে মুখে কাপড় বেঁধে একদল দুষ্কৃতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়াদের একাংশের উপর রড, পাথর নিয়ে হামলা চালায় । হামলায় প্রায় 20 জন পড়ুয়া ও অধ্যাপক গুরুতর জখম হন । তাঁদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । সোশাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করেছেন বহু তারকা ।
টুইট করে রীতেশ দেশমুখ লেখেন, "তোমাদের মুখ বাঁধার কী প্রয়োজন ছিল ? কারণ জানতে যে তোমরা এমন কাজ করছ যা ভুল, অবৈধ ও দণ্ডনীয় । দুষ্কৃতীদের বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের মারধরের ঘটনা খুবই ভয়ঙ্কর । এই ধরনের হিংসা কখনওই মেনে নেওয়া যায় না ।"
টুইট করেন জেনিলিয়া ডিসুজ়াও । লেখেন, "বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষক ও পড়ুয়াদের মারধরের ঘটনা খুবই খারাপ । পুলিশের কাছে আবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের চিহ্নিত করে বিচারের জন্য নিয়ে আসা হোক ।"