রায়বরেলি : সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে উন্নাও গণধর্ষণের অভিযোগকারিণীর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু'জনের মৃত্যু হয় । তাঁরা এই কাণ্ডের অন্যতম সাক্ষী ছিলেন। আহত কিশোরীর চিকিৎসা চলছে লখনউয়ের একটি হাসপাতালে । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই কেসের আইনজীবীও। কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন অভিযোগকারিণী ও তাঁর পরিবারকে সুরক্ষা দেওয়া হল না? প্রশ্ন তুলছে বলিউড।
2018 সালে সামনে আসে উন্নাও গণধর্ষণের ঘটনা । জানা যায়, চাকরির আশায় 2017-র জুন মাসে ওই কিশোরী বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়ি যায় । সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । রিচা চড্ডা কুলদীপের একটি ছবি শেয়ার করে লিখেছেন, "আইনের ফাঁক আমি। আমি দৈববাণীতে বিশ্বাস করি। তাই দয়া করে একে অভিশাপ দিন। মাঝে মাঝে এটা কাজে দেয়।"
রিচা আরও বলেছেন, "এটা একটা কাকতালীয় ব্যাপার হওয়া খুবই অতিপ্রাকৃত।"