পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

৩৭০ ধারা কোনওদিন কাশ্মীরিদের স্বাধীনতা দেয়নি : চেতন ভগত - চেতন ভগত

কাশ্মীর ইস্যু নিয়ে উত্তাল দেশ। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদি সরকার ৷ আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল পেশ করতে গিয়ে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার প্রস্তাব রেখেছেন ৷ তবে তার আগে থেকেই বলিউডের বহু ব্যক্তিত্ব এই বিষয়ে নিজেদের বক্তব্য় রেখেছেন সোশাল মিডিয়ায়।

চেতন ভগত

By

Published : Aug 5, 2019, 2:34 PM IST

মুম্বই : কিছুদিন আগেই বলিউড ত্যাগ করেছেন জ়ায়রা ওয়াসিম। বলিউডে অভিনয় করার ফলে আল্লাহর সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে যাচ্ছিল, এই কারণেই অভিনয় ছেড়েছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ার মাধ্যমে এই খবর প্রকাশ্যে এনেছিলেন স্বয়ং জ়ায়রা। আর আজ সোশাল মিডিয়ায় কাশ্মীর ইস্যু নিয়ে কথা বললেন তিনি।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, "এই সময়টাও পেরিয়ে যাবে।"

তবে শুধু জ়ায়রা নয়, অনেক বলিউড ব্যক্তিত্বই নিজেদের অভিমত প্রকাশ করেছেন কাশ্মীর প্রসঙ্গে। যেমন দিয়া মির্জ়া লিখেছেন, "আমার চিন্তা কাশ্মীরের সঙ্গে রয়েছে। শান্তির জন্য প্রার্থনা করছি।"

অন্যদিকে চেতন ভগৎ লিখেছেন, "আর্টিকল ৩৭০ কাশ্মীরিদের কোনওদিনও স্বাধীনতা দেয়নি। এটা শুধুমাত্র কয়েকজন স্বার্থপর নেতার ভয় দেখানোর একটা রাস্তা। এবার সময় এসেছে এই ধারাকে উৎখাত করার।"

ABOUT THE AUTHOR

...view details