মুম্বই : কিছুদিন আগেই বলিউড ত্যাগ করেছেন জ়ায়রা ওয়াসিম। বলিউডে অভিনয় করার ফলে আল্লাহর সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে যাচ্ছিল, এই কারণেই অভিনয় ছেড়েছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ার মাধ্যমে এই খবর প্রকাশ্যে এনেছিলেন স্বয়ং জ়ায়রা। আর আজ সোশাল মিডিয়ায় কাশ্মীর ইস্যু নিয়ে কথা বললেন তিনি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, "এই সময়টাও পেরিয়ে যাবে।"
তবে শুধু জ়ায়রা নয়, অনেক বলিউড ব্যক্তিত্বই নিজেদের অভিমত প্রকাশ করেছেন কাশ্মীর প্রসঙ্গে। যেমন দিয়া মির্জ়া লিখেছেন, "আমার চিন্তা কাশ্মীরের সঙ্গে রয়েছে। শান্তির জন্য প্রার্থনা করছি।"
অন্যদিকে চেতন ভগৎ লিখেছেন, "আর্টিকল ৩৭০ কাশ্মীরিদের কোনওদিনও স্বাধীনতা দেয়নি। এটা শুধুমাত্র কয়েকজন স্বার্থপর নেতার ভয় দেখানোর একটা রাস্তা। এবার সময় এসেছে এই ধারাকে উৎখাত করার।"