পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাহাত ইন্দোরির মৃত্যুতে শোকপ্রকাশ বলি তারকাদের - Rahat Indori passes away

রাহাত ইন্দোরির মৃত্যুতে শোকের ছায়া বলিউডে । সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন একাধিক তারকা ।

asd
asd

By

Published : Aug 11, 2020, 10:30 PM IST

মুম্বই : প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি । মধ্যপ্রদেশের শ্রী অরবিন্দ হাসপাতালে আজ বিকেল 5টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে ।

টুইটারে শোকপ্রকাশ করেন অনুপম খের । তিনি লেখেন, "আপনার কবিতাগুলি চিরকাল আমাদের অনুপ্রেরণা দেবে ও পথ দেখাবে । ওম শান্তি !"

অভিনেতা বরুণ গ্রোভার লেখেন, "স্টেডিয়াম ভরিয়ে দিতেন রাহাত সাহেব । সবার সঙ্গে আলাদা সখ্যতা ছিল তাঁর । হিন্দুস্তানের আওয়াজ ছিলেন তিনি । আজ পুরোপুরি চুপ ।"

সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন পঙ্কজ ত্রিপাঠীও । তিনি লেখেন, "বিদায় রাহাত সাহেব । আপনি চিরকাল আমাদের হৃদয় ও স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবেন ।"

শোকপ্রকাশ করেছেন জাভেদ জাফরিও । রাহাত ইন্দোরির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details