মুম্বই :2020 সালটা যেন দুঃসহ হয়ে উঠছে সকলের জন্য । একে কোরোনার তাণ্ডব, তার উপরে একের পর এক প্রিয় তারকাদের আকস্মিক মৃত্যু । ইরফান খান, ঋষি কাপুরের পর এবার সুরকার-গায়ক ওয়াজিদ খান । তাঁর মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ তারকাদের ।
প্রিয়াঙ্কা চোপড়া : "সাংঘাতিক খবর । ওয়াজিদ ভাইয়ের সেই হাসিটা আমি কোনওদিন ভুলতে পারব না । সবসময় হাসতেন । খুব তাড়াতাড়ি চলে গেলেন । ওঁর পরিবারের সঙ্গে আমার সমবেদনা রইল ।"
বিশাল দাদলানি : "এই বিশ্বাস করা কঠিন যে, আমরা আর কোনওদিন দেখা করব না, কথা বলব না, হাসব না...সাজিদ, আমার ভাই, তুমি কোনওদিন একা হবে না, আর আমাদের ভাই কোনওদিন বিস্মৃতির অতলে তলিয়ে যাবে না ।"