দিল্লি : 19 বছর বয়সি এই অ্যাথলেট শেষ গোল্ড মেডেল জেতেন শনিবার প্রগে । সেখানে তিনি 52.09 সেকেন্ডে 400 মিটার রেসে দৌড়ান । এর আগে 2018 সালে এশিয়ান গেমসে তিনি 50.79 সেকেন্ডের রেকর্ড করেছিলেন ।
অভিনেত্রী অনুষ্কা শর্মা বলেন, "হিমা ইয়ং মেয়েদের কাছে অনুপ্রেরণা ।"
অনুষ্কা লেখেন, "19 দিন, 5 গোল্ড মেডেল, 1 গোল্ডেন গার্ল ! অভিনন্দন হিমা ! আপনি ইয়ং মেয়েদের কাছে অনুপ্রেরণা । আপনি দৃঢ়সংকল্পের উদাহরণ ।"
অনিল কাপুর ভবিষ্যতে হিমার আরও সাফল্যের কামনা করেন । তিনি টুইট করেন, "পঞ্চম সোনা জেতার জন্য অভিনন্দন হিমা । অসমের প্রতি আপনার দয়া আমাদের সবাইকে অনুপ্রেরণা জোগায় । সোনার হৃদয় দিয়ে তৈরি অ্যাথলেট । আপনার আরও সাফল্যের জন্য কামনা করি । তোমার জন্য ভারত গর্বিত ।"
তাপসি পান্নু একটু অন্যভাবেই হিমাকে অভিনন্দন জানান । তিনি লেখেন, "এখন হিমা নিজের একটা সোনার খনি তৈরি করবে । কুডোস গার্ল ।"