পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"লজ্জাজনক !", ডাক্তার -পুলিশ-স্বাস্থ্যকর্মী প্রহারের ঘটনায় স্তম্ভিত বলিউড - Bollywood reaction on attacks on health workers

ইন্দোর, হায়দরাবাদ বা আমেদাবাদের মতো শহরে ডাক্তার-পুলিশ-স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ ও প্রহারের ঘটনায় স্তম্ভিত বলিউড । ঋষি কাপুর, জাভেদ আখতার, হেমা মালিনী বা প্রীতি জ়িন্টার মতো তারকারা সোশাল মিডিয়ার মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন ।

Bollywood condemns attacks on doctors
Bollywood condemns attacks on doctors

By

Published : Apr 3, 2020, 4:38 PM IST

মুম্বই : যাঁরা নিজেদের জীবনকে তুচ্ছ করে মানুষের সেবায় মন দিয়েছেন, তাঁদের কেমন করে আক্রমণ করছেন মানুষ ? এই ঘটনা "লজ্জাজনক" বলে মনে করছে বলিউডের একাংশ । সোশাল মিডিয়ার পাতায় তীব্র নিন্দা একাধিক বলিউড সেলেব্রিটির ।

ঋষি কাপুর : সমাজের প্রতিটি স্তরের ও প্রতিটি মতাদর্শের মানুষের কাছে আমার আর্জি, দয়া করে হিংসা, পাথর ছোঁড়াছুঁড়ি বা পিটুনির আশ্রয় নেবেন না । ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সবাই আমাদের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে । আমাদের একসঙ্গে কোরোনার বিরুদ্ধে এই লড়াইকে জিততে হবে । জয় হিন্দ ।

হেমা মালিনী : দেশজুড়ে সমস্ত ডাক্তার, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মীদের জয়-জয়কার চলছে । আর তারই মধ্যে ইন্দোরে কিছু দুর্বৃত্ত এইসব জনসেবকদে উপর হামলা চালাচ্ছে । যাঁরা আমাদের জীবন বাঁচাচ্ছেন, তাঁদের উপর কেউ কীভাবে আক্রমণ করতে পারে ? দুঃখ লাগছে, লজ্জাজনক ঘটনা !

জাভেদ আখতার : ইন্দোরে ডাক্তারদের উপর আক্রমণের এই ঘটনার তীব্র নিন্দা করছি আমি । আশা করব ইন্দোর পুলিশ ওদের ছেড়ে কথা বলবে না এবং অন্যান্য জায়গাতেও পুলিশের সহযোগিতা করবে সবাই । কোরোনা ফাইট করতে পুরো দেশকে একজোট হতে হবে ।

প্রীতি জ়িন্টা : পুলিশ ও ডাক্তার যারা একটা প্রপার PPE (Personal Protective Equipment) ছাড়াই মানুষের সেবা করে যাচ্ছেন, তাদের দিকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে । এ কী হয়েছে ভারতবর্ষের ? দেখে দুঃখ লাগে ।

রবিনী টেন্ডন ও পরেশ রাওয়ালের মতো তারকারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সোশাল মিডিয়ায়...

ABOUT THE AUTHOR

...view details