মুম্বই : যাঁরা নিজেদের জীবনকে তুচ্ছ করে মানুষের সেবায় মন দিয়েছেন, তাঁদের কেমন করে আক্রমণ করছেন মানুষ ? এই ঘটনা "লজ্জাজনক" বলে মনে করছে বলিউডের একাংশ । সোশাল মিডিয়ার পাতায় তীব্র নিন্দা একাধিক বলিউড সেলেব্রিটির ।
ঋষি কাপুর : সমাজের প্রতিটি স্তরের ও প্রতিটি মতাদর্শের মানুষের কাছে আমার আর্জি, দয়া করে হিংসা, পাথর ছোঁড়াছুঁড়ি বা পিটুনির আশ্রয় নেবেন না । ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সবাই আমাদের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে । আমাদের একসঙ্গে কোরোনার বিরুদ্ধে এই লড়াইকে জিততে হবে । জয় হিন্দ ।
হেমা মালিনী : দেশজুড়ে সমস্ত ডাক্তার, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মীদের জয়-জয়কার চলছে । আর তারই মধ্যে ইন্দোরে কিছু দুর্বৃত্ত এইসব জনসেবকদে উপর হামলা চালাচ্ছে । যাঁরা আমাদের জীবন বাঁচাচ্ছেন, তাঁদের উপর কেউ কীভাবে আক্রমণ করতে পারে ? দুঃখ লাগছে, লজ্জাজনক ঘটনা !