অমিতাভ বচ্চন : কোরোনার সঙ্গে এই বিশেষ দিনটিকে খুব সুন্দর মিলিয়ে দিলেন অমিতাভ । ছোটোবেলায় আমাদের শরীর খারাপ হলে মাকে বলতাম, আর মা সব ঠিক করে দিতেন । কোরোনার লক্ষণও না লুকিয়ে সবাইকে জানিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠার আবেদন জানালেন অমিতাভ ।
আয়ুষ্মান খুরানা : মা-কে মনে করে গান গাইলেন আয়ুষ্মান খুরানা । গান গেয়ে সেই ভিডিয়ো পোস্টও করলেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "প্রত্য়েক মায়ের জন্য এই গান, যাঁরা প্রতিনিয়ত ও নিঃস্বার্থভাবে আমাদের জীবন আর এই দুনিয়াকে আকার দিয়ে চলেছেন ।"
প্রিয়াঙ্কা চোপড়া : শুধু মা নন, এই মাতৃদিবসে প্রিয়াঙ্কা সেই প্রত্য়েক নারীকে ধন্যবাদ জানালেন, যাঁরা তাঁকে বড় করেছেন । দিদা, কাকিমা, প্রত্যেককে ধন্যবাদ জানালেন অভিনেত্রী । বাদ গেলেন না নিক জোনাসের মা অর্থাৎ প্রিয়াঙ্কার শাশুড়িও ।
করণ জোহর : মা-কে ধন্য়বাদ জানালেন করণ । কারণ ? তিনি প্রতিদিন করণকে শেখাচ্ছেন একজন উপযুক্ত মা কী করে হওয়া যায় । সিঙ্গল ফাদার করণের দুই সন্তান যশ আর রুহি, করণের মাকে 'মা' বলেই সম্বোধন করে ।
করিনা কাপুর : তইমুরের সঙ্গে একটি মজার ছবি শেয়ার করেছেন করিনা । সেই ছবিই তাঁদের সম্পর্কের রসায়নকে এক্সপ্লেন করবে, বিশ্বাসী অভিনেত্রী ।