অনিল কাপুর : এই লেজেন্ডকে ছাড়া ভারতীয় সিনেমার উল্লেখও করা যাবে না। প্রতিটা চরিত্রের মাধ্যমে তিনি সিনেমাকে নতুন সংজ্ঞা দিয়েছেন।
করণ জোহর : ভারতীয় সিনেমার সবথেকে অনুপ্রেরণাদায়ক লেজেন্ড। প্রকৃত অর্থেই তিনি রকস্টার। অমিতাভ বচ্চনের যুগে জন্মগ্রহণ করে আমি ভাগ্যবান।