পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় অমিতাভকে শুভেচ্ছা বি-টাউনের - অমিতাভের খবর

দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর এই অ্যাচিভমেন্টে শুভেচ্ছা বি-টাউনের।

Bollywood wish Amitabh Bachchan

By

Published : Sep 24, 2019, 11:01 PM IST

অনিল কাপুর : এই লেজেন্ডকে ছাড়া ভারতীয় সিনেমার উল্লেখও করা যাবে না। প্রতিটা চরিত্রের মাধ্যমে তিনি সিনেমাকে নতুন সংজ্ঞা দিয়েছেন।

করণ জোহর : ভারতীয় সিনেমার সবথেকে অনুপ্রেরণাদায়ক লেজেন্ড। প্রকৃত অর্থেই তিনি রকস্টার। অমিতাভ বচ্চনের যুগে জন্মগ্রহণ করে আমি ভাগ্যবান।

মধুর ভাণ্ডারকর : লেজেন্ড অমিতাভ বচ্চনকে কনগ্র্যাচুলেশন, এই প্রেস্টেজিয়াস পুরস্কার জেতার জন্য।

নাগার্জুন : ডিয়ার অমতিজী, এই খবরটা শুনে আমি খুব খুশি। আপনি অনুপ্রাণিত করেছেন ও কোটি কোটি মানুষকে বিনোদন দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details