পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন? - Bollywood Tweets

দেখে নেওয়া যাক কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁদের সোশাল মিডিয়ার পাতায়...

Tweet Today
Tweet Today

By

Published : Nov 28, 2019, 11:39 PM IST

Updated : Nov 28, 2019, 11:55 PM IST

অমিতাভ বচ্চন : ফ্যানেদের সুখবর দিলেন অমিতাভ। আগামীকাল 'কৌন বানেগা ক্রোড়পতি'-র গ্র্যান্ড ফিনালে ঘোষণা করলেন অমিতাভ।

সঞ্জয় দত্ত : পানিপথ ছবিতে আহমদ শাহ আবদালীর চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি টুইটারে।

অনুপম খের : সোশাল মিডিয়ায় এক মোটিভেশনাল কবিতা শেয়ার করেছেন অনুপম। লিখেছেন, "নিজেকে ভালো রাখার জন্য উপায় খুঁজে বের কর..তুমি শুধু সমস্যা খুঁজছ।"

করণ জোহর : নেটফ্লিক্সে 'ঘোস্ট স্টোরি' পরিচালনা করেছেন করণ। নিজের কমফর্ট জ়োনের বাইরে বেরিয়ে এই অভিজ্ঞতা খুবই আনন্দ দিয়েছে পরিচালককে। অনুভূতি শেয়ার করণের।

হৃতিক রোশন : বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়ার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল 'ওয়ার'। ফ্যানেদের এই সুখবর দিলেন অভিনেতা।

Last Updated : Nov 28, 2019, 11:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details