পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : আজ বলিউডের কোন সেলেব্রিটি কী টুইট করলেন? - Tweet টুডে

সোশাল মিডিয়া একটা জানলা। সেই জানলার মধ্যে দিয়ে বেরিয়ে আসে সবার মনের কথা। আজ দেখে নেওয়া কোন বলিউড সেলেব্রিটির জানলায় কী উঁকি মারছে...

Bollywood tweets

By

Published : Sep 9, 2019, 11:12 PM IST

অমিতাভ বচ্চন : গণেশ ঠাকুরের মূর্তির সামনে হাত জোড় করে আশীর্বাদ কামনা করছেন অমিতাভ ও অভিষেক। সাদা-কালো ছবিতে একমাত্র রঙিন তাঁরাই।

অক্ষয় কুমার : স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পোস্ট অক্ষয়ের। সোশাল মিডিয়ায় অ্যান্টি সাপলিমেন্ট ক্যাম্পেন শুরু করলেন অক্ষয়।

আরশাদ ওয়ারসি : এক মজাদার পোস্ট শেয়ার করেছেন আরশাদ। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের কোনও এক জায়গায় রকেট আকৃতির বেলুন ওড়ানো হচ্ছে। আরশাদ মজা করে লিখেছেন, "পাকিস্তানও রকেট লঞ্চ করেছে, কোনও ধারণাই ছিল না।"

সোনালি বেন্দ্রে : সমুদ্র সৈকতে রাশি রাশি গণেশ মূর্তি। এরকম একটি ছবি শেয়ার করে সোনালি বেন্দ্রে লিখেছেন, "এটাকে যদি ক্ষতি না বলা হয়, তাহলে কোনটা? আমাদের কোনও বেটার উপায় ভাবতে হবে।"

অনুপম খের : "পেয়ারে" অক্ষয় কুমারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনেকদিনের সহকর্মী অনুপম খের।

ABOUT THE AUTHOR

...view details