পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তারকাদের ভোটদান - bollywood celebrities casts vote

ভোটদান করেন অনেক তারকাই ।

ছবি

By

Published : Oct 21, 2019, 2:12 PM IST

Updated : Oct 21, 2019, 7:58 PM IST

মুম্বই : ভোটগ্রহণ শেষ হয়েছে মহারাষ্ট্রে । 288 টি আসনের ভবিষ্যৎ নির্ধারণ হয় আজ । কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোটগ্রহণ । রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি ভোট দেন বলি তারকারাও ।

গৌরি খানের সঙ্গে পশ্চিম বান্দ্রার 177 নম্বর বুথে ভোট দেন শাহরুখ খান ।

দীপিকা পাডুকোন ভোটদান করেন পশ্চিম বান্দ্রার একটি বুথে ।

পশ্চিম বান্দ্রার একটি বুথে ভোট দেন সলমান খান ।

জুহুর একটি বুথে ভোট দেন সানি দেওল ।

সকাল সকাল ভোট দেন আমির খান ও কিরণ রাও । পশ্চিম বান্দ্রার একটি বুথে ভোট দেন তাঁরা । মহারাষ্ট্রবাসীদের ভোট দেওয়ার জন্য আবেদনও জানান আমির ।

ভোট দেন অভিনেত্রী শুভা খোটে । পশ্চিম আন্ধেরি বিধানসভা আসনের ভোটার তিনি ।

স্বামী মহেশ ভূপতির সঙ্গে ভোট দেন লারা দত্ত । ভোটদানের পর ক্যামেরার সামনে পোজ়ও দেন তাঁরা ।

স্ত্রী জেনিলিয়ার সঙ্গে ভোট দেন রীতেশ দেশমুখ । ভোটদানের পর সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি । সবাইকে ভোটদানের আবেদনও জানিয়েছেন ।

পশ্চিম বান্দ্রার একটি বুথে ভোট দেন অভিনেতা প্রেম চোপড়া ও পরিচালক গুলজ়ার ।

মুম্বইয়ের একটি বুথে ভোট দেন শাবানা আজ়মি ও জাভেদ আখতার ।

Last Updated : Oct 21, 2019, 7:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details