পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভিনন্দনকে ঘরে ফেরার অভিনন্দন জানালেন বলিউড তারকারাও - amrita rao

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে উচ্ছ্বসিত দেশ। ঘরের ছেলে ঘরে ফিরেছে। আর তাতেই খুশি দেশের লোকজন। অভিনন্দনকে অভিনন্দন জানানোর জন্য সীমান্তে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। শুভেচ্ছা বার্তায় ভেসে গেছে সোশাল মিডিয়া। শুধু সাধারণ মানুষ নয়, অভিনন্দন বর্তমানকে ঘরে ফেরার শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারাও।

abhinandan varthaman

By

Published : Mar 2, 2019, 8:42 AM IST

প্রসঙ্গত, গত মঙ্গলবার পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। তার পালটা জবাবে পাকিস্তানের বায়ুসেনার যুদ্ধবিমান F-16ও ভারতের সীমানা লঙ্ঘন করে। সেই যুদ্ধ বিমানকে তাড়া করে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেন অভিনন্দন বর্তমান। পাক সেনার মিজ়াইলে ক্ষতিগ্রস্ত হয় অভিনন্দনের যুদ্ধ বিমান। প্যারাসুট করে পাকিস্তানের মাটিতেই নামেন তিনি। সেখানে পাকিস্তানের সেনারা তাঁকে নিজেদের হেপাজতে নেয়। এই ঘটনার পর থেকেই পাকিস্তানের উপর চাপ বাড়াতে শুরু করে ভারত। অবশেষে, বৃহস্পতিবার অভিনন্দনকে দেশে ফেরানো হবে বলে জানিয়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল রাত ৯টা ২১মিনিটে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন বর্তমান। আর তাঁর ঘরে ফেরায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দেশের মানুষ।

ABOUT THE AUTHOR

...view details