মুম্বই, 31 অক্টোবর : বলিউডে ফের করোনার থাবা ৷ এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর ৷ রবিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : Puneeth Rajkumar Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন পুনিত রাজকুমারের
মুম্বই, 31 অক্টোবর : বলিউডে ফের করোনার থাবা ৷ এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর ৷ রবিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : Puneeth Rajkumar Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন পুনিত রাজকুমারের
আজ টুইটে তিনি লেখেন, "আমার #COVID19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমি ভাল আছি এবং নিভৃতবাসে রয়েছি । গত কয়েকদিনে আমার সংস্পর্শে আসা সবাইকে কোভিড পরীক্ষা করার জন্য অনুরোধ করছি । সবাই ভাল থাকুন, সাবধানে দীপাবলি পালন করুন ৷"
1977 সালে শিশুশিল্পী হিসেবে বলিউডে ডেবিউ করেন ঊর্মিলা ৷ এরপর একে একে জুদাই, ক্রাইম ফিল্ম সত্য, খুবসুরাত, অ্যান্থাম, কৌন, পেয়ার তুনে কেয়া কিয়া, ভূত-সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে টিনসেল টাউনে নিজের জায়গা পাকা করে ফেলেন তিনি ৷ হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালাম এবং মারাঠি ভাষার সিনেমাও রয়েছে তাঁর কেরিয়ারে ৷