পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করোনা আক্রান্ত 'কুইন' - কঙ্গনা রানাউত করোনা আক্রান্ত

যোগাসনরত একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, বেশ কিছুদিন ধরেই ক্লান্ত এবং দুর্বল অনুভব করছিলেন ৷ সঙ্গে চোখে জ্বালা ভাবও ছিল ৷ হিমাচলের বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার করোনা পরীক্ষা করিয়েছিলাম ৷ আজ রিপোর্ট পজিটিভ আসে ৷

কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত

By

Published : May 8, 2021, 11:20 AM IST

মুম্বই, 8মে :বলিউড নায়িকা কঙ্গনা রানাউত করোনা আক্রান্ত ৷ শনিবার কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজেই করোনা সংক্রমণের খবর শেয়ার করেন ৷

যোগাসনরত একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, বেশ কিছুদিন ধরেই ক্লান্ত এবং দুর্বল অনুভব করছিলাম ৷ সঙ্গে চোখে জ্বালাভাবও ছিল ৷ হিমাচলের বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার করোনা পরীক্ষা করিয়েছিলাম ৷ আজ রিপোর্ট পজিটিভ আসে ৷

ওই পোষ্টেই কঙ্গনা জানিয়েছেন, আমি এখন কোয়ারেন্টাইনে আছি ৷ আমার কোনও ধারণাও ছিল না যে এই ভাইরাস আমার শরীরে উৎসব করছে ৷ এখন জানতে পেরে এটিকে আমি ধংস করব ৷ জনগণ কোনও কিছুকেই নিজের উপর শাসন চালাতে দেবেন না ৷ আপনারা যদি ভয় পান এটা আপনাদের আরও ভয় দেখাবে ৷ আসুন আমরা কোভিড-19কে ধংস করি ৷ করোনা সাধারণ ফ্লু ছাড়া কিছুই নয় ৷ সংবাদমাধ্যমগুলিই একে বড় করে দেখাচ্ছে ৷

আরও পড়ুন :অসুস্থ অভিনেত্রী সন্ধ্যা রায়, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

ABOUT THE AUTHOR

...view details