মুম্বই, 16 জানুয়ারি:ভারতীয় সেনা দিবসে ভারতীয় সেনাদের উদ্দেশ্য়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা ৷ শনিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে সীমায় কর্তব্যরত অতন্দ্র প্রহরীদের একটি ছবি শেয়ার করে তাঁদের কর্তব্য নিষ্ঠাকে সম্মান জানান তিনি (Randeep Hooda Remembers the Army Day by calling them the Asli Heros ) ৷ এই ছবিতে অবশ্য রণদীপ নিজেও ছিলেন জওয়ানদের সঙ্গেই ৷
'রাধে' সিনেমার জনপ্রিয় এই অভিনেতা লেখেন, "আসল নায়ক হলেন তাঁরা, যাঁদের গায়ে খাঁকি, হৃদয়ে তেরঙ্গা এবং কাঁধে গোটা দেশের ভার থাকে ৷ কারণ ওঁরা জানেন জয়ের আসল মূল্য এবং পরাজয় শব্দটি ওঁদের অভিধানেই নেই ৷ সেনা দিবসে ভারতীয় সেনার আসল নায়কদের অনেক অনেক শুভেচ্ছা ৷"