বলিউডের একাধিক ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন মহেশ আনন্দ। জানা গেছে, অভিনেতার বয়স ৫৭ বছর। গোবিন্দা অভিনীত 'রঙ্গিলা রাজা' ছবিতে তাঁকে শেষ দেখা গেছিল। আন্ধেরি ইয়ারি রোডের বাড়ি থেকে তাঁর পচাগলা দেহ পাওয়া গেছে। পোস্টমর্টেমের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, তিনি বাড়িতে একাই থাকতেন। তাঁর স্ত্রী থাকেন মস্কোতে। যদিও অভিনেতার মৃত্য়ুর আসল কারণ এখনও জানা যায়নি। চিকিৎসকদের মতে, পোস্টমর্টেম না হলে কোনও তথ্য়ই দেওয়া সম্ভব নয়।