পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রহস্যজনক অবস্থায় উদ্ধার বলিউড অভিনেতার পচাগলা দেহ - bollywood actor

রহস্যজনক অবস্থায় পাওয়া গেল বলিউড অভিনেতা মহেশ আনন্দের মৃতদেহ। নিজের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। কারণ মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

mahesh anand

By

Published : Feb 10, 2019, 3:22 PM IST

বলিউডের একাধিক ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন মহেশ আনন্দ। জানা গেছে, অভিনেতার বয়স ৫৭ বছর। গোবিন্দা অভিনীত 'রঙ্গিলা রাজা' ছবিতে তাঁকে শেষ দেখা গেছিল। আন্ধেরি ইয়ারি রোডের বাড়ি থেকে তাঁর পচাগলা দেহ পাওয়া গেছে। পোস্টমর্টেমের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, তিনি বাড়িতে একাই থাকতেন। তাঁর স্ত্রী থাকেন মস্কোতে। যদিও অভিনেতার মৃত্য়ুর আসল কারণ এখনও জানা যায়নি। চিকিৎসকদের মতে, পোস্টমর্টেম না হলে কোনও তথ্য়ই দেওয়া সম্ভব নয়।

অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, গোবিন্দা ও সঞ্জয় দত্তের মতো বড় বড় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। 'শাহেনশাহ', 'কুলি নং ১', 'কুরুক্ষেত্র' ও 'বিজেতা'-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।


ABOUT THE AUTHOR

...view details