মুম্বই, 24 জুন : মুম্বইয়ের এক পৌরসভা পরিচালিত হাসপাতালে দু’টি উচ্চমানের ভেন্টিলেটর দান করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ বুধবার বিরহানমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্টিলেটর ছাড়াও মনিটর, সি-আর্ম ইমেজ ইন্টেসিফায়ার এবং ইনফিউসার পাম্প- সব মিলিয়ে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকার চিকিৎসা সামগ্রী দান করেছেন বিগ-বি ৷ সিওনের লোকমায়া তিলক মিউনিসিপাল জেনারেল হাসপাতালে তিনি এই সামগ্রী দান করেন ৷
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্টিলেটরগুলি হাসপাতালের শল্য চিকিৎসা বিভাগে বসানো হয়েছে ৷ এবং ইতিমধ্যে 30 জন রোগীর এই ভেন্টিলেটরের সাহায্যে চিকিৎসা করা হয়েছে ৷ এই ভেন্টিলেটরগুলি উন্নত প্রযুক্তি সম্পন্ন ৷ এবং যেসব রোগীদের অক্সিজেনের মাত্রা কমে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তাঁদের এর সাহায্যে চিকিৎসা করা হচ্ছে ৷