রাজকোট : আগামীকাল আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবার্ষিকী । আর সেই উপলক্ষ্যেই ছুটি কাটাতে ইতিমধ্যেই সন্তান ও বন্ধুদের নিয়ে গুজরাতে পাড়ি দিয়েছেন এই তারকা দম্পতি । আজ ভোরের আলো ফুটতে না ফুটতেই সন্তান ও বন্ধুদের নিয়ে গির অরণ্যে সিংহের খোঁজে বেরিয়ে পড়েন তাঁরা ।
গতকাল মুম্বই থেকে বিমানে গুজরাতে পাড়ি দিয়েছিলেন আমির । সঙ্গে ছিলেন কিরণ রাও, মেয়ে ইরা খান, ছেলে আজ়াদ রাও খান, বোনপো ইমরান খান । বিমানবন্দরের বাইরে পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ় দিতে দেখা গিয়েছিল তাঁদের ।
এরপর আজ সকাল 6টা নাগাদ জিপসিতে চড়ে পরিবারের সঙ্গে গির অরণ্যে যান আমির । বনদপ্তরের কর্মীরাও ছিলেন তাঁদের সঙ্গে । আর সেখানে সিংহের দেখা পেয়ে খুবই খুশি তিনি ।