মুম্বই : প্রকাশ ঝা পরিচালিত প্রথম ওয়েব সিরিজ় 'আশ্রম' । ভারতের ইতিহাসে অনেক ভুয়ো গডম্যান বা যোগীপুরুষের উদাহরণ আছে । সাধারণ মানুষের চোখে ধর্ম, ঈশ্বর ইত্যাদির পট্টি পরিয়ে তারা ভক্তদের উপর আর্থিক শোষণ চালান, ধর্ষণ করেন, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেন । রাজনীতিতে সক্রিয়ভাবে উপস্থিত না থেকেও ভারতের রাজনীতিকে কন্ট্রোল করে এই প্রভাবশালী যোগীপুরুষরা । ভক্তদের ঘুটির মতো করে ব্যবহার করে নিজেদের কার্যসিদ্ধিতে । এমনই এক 'বাবা' হলেন বাবা নিরালা । আর তারই গল্প বলে 'আশ্রম' । নিরালার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল ।
ক্যারিয়ারগ্রাফে পজ়িটিভ চরিত্রে অভিনয় করে বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ রেসপন্স পেয়েছেন ববি । অনেকেই বলেছেন যে তিনি নাকি অভিনয় করতে পারেন না । এই প্রথমবার এমন এক আদ্যোপান্ত নেগেটিভ মানুষের চরিত্রে অভিনয় করে এত পজ়িটিভ প্রতিক্রিয়া পেলেন তিনি দর্শকের থেকে । কৃতজ্ঞ অভিনেতা ।